News Britant

ফের আই আই টি তে সাফল্য ইসলামপুরের পড়ুয়ার

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: আই আই টি পরীক্ষায় ফের সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর। ইসলামপুরের আরো এক কৃতী ছাত্র মতাহীর আজম অভূতপূর্ব র‍্যাঙ্ক করেছে পরীক্ষায়। ইসলামপুর মেলামাঠ এলাকায় বাড়ি তার।

তার ফলাফলের খবর পেয়েই, সোমবার তাকে সংবর্ধনা জ্ঞাপন করতে তার বাড়িতে উপস্থিত হন উওর দিনাজপুর জেলা পরিষদের সহকারি সভাধিপতি ফারহাত বানু ও তার প্রতিনিধি জাভেদ আখতার। যদিও মতাহীর আজম বাড়িতে অনুপস্থিত থাকায় তার বাবা-মাকে পুষ্প হার ও অন্যান্য উপহারসামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।

মতাহীর আজমের বাবা মহ: ফারুক পঞ্চায়েত সচীব পদে কর্মরত ছিলেন। আজ উপস্থিত সকলে মতাহীর আজম এর সাথে মোবাইলে ভার্চুয়ালি কথাও বলেন। তার ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেছেন উপস্থিত বিশিষ্ট মানুষেরা।

Leave a Comment