



#মালবাজার: “রাজ্যের মুখ্যমন্ত্রী “দিদি” বাঁচার চেষ্টা করে চলছেন। কিন্তু, পারবেন না। পার্থ সব জল ঢেলে দিয়েছে। অর্পিতা বলছে পার্থের টাকা। আর পার্থ বলছে যা করেছি দিদির নির্দেশে করেছি। বাঁচতে বহু চেষ্টা করছেন কিন্তু, বাঁচতে পারবেন না। লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী ছিলেন, বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। তারও জেল হয়েছে। দিদিরও জেল হবে। আইন তার পথে চলবে”।
মঙ্গলবার ডুয়ার্সের মাল ব্লকের প্রত্যন্ত পাথরঝোড়া চা বাগানে এসে এমন ভাবেই এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দীলিপ ঘোষ। এদিন শ্রী ঘোষ রেলপথে জলপাইগুড়ি রোড স্টেশনে এসে নামেন। সেখানে তাকে স্বাগত জানান জেলা সভাপতি বাপী গোস্বামী সহ অন্যান্য নেতারা। এরপর শ্রী ঘোষ সরক পথে গজালডোবা আসেন।
সেখানে কর্মীদের সাথে বৈঠক করেন। এরপর সোজা চলে আসেন কালিম্পং জেলা লাগোয়া পাথরঝোড়া চা বাগানে। সেখানে চাবাগানের শ্রমিকদের সাথে বসে তাদের অভাব অভিযোগ শোনেন। তারপর কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সবাই পাচ্ছে কি না? জানতে চান। শ্রমিকরা তাদের সমস্যার কথা শ্রী ঘোষের কাছে জানান। সেখান থেকে কারখানায় যান। সেখানে ম্যানেজারের সাথে কথ বলেন।
তারপর সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তার স্বভাবসিদ্ধ ভাবে বলেন, “ইডি, সিবিআই সব ভান্ডা প্রকাশ করেছে। ইডির চারসিটে পার্থের বিপুল সম্পত্তির হদিস মিলেছে। অর্পিতা বলছে এসব পার্থের সম্পত্তি।পার্থ বলছে দিদির নির্দেশে হয়েছে। সব জল ঢেলে দিয়েছে পার্থ। মানুষ সব বুঝতে পারছে”। এরপর সিপিএমকে এক হাত নিয়ে বলেন, রাজ্যে এত কান্ড হচ্ছে অথচ তারা আনিস ইস্যু নিয়ে পড়ে আছে।
যেখানে আদালত বলছে সিট সঠিক পথে চলছে সেখানে তারা আনিস ইস্যু নিয়ে পড়ে আছেন।এরপর তিনি বেতগুড়ি চাবাগান ও লাটাগুড়ির উদ্দেশ্যে রওনা হন। সেখানে কর্মী সভা রয়েছে।এদিন জেলা সভাপতি বাপী গোস্বামী, মাল উত্তর মন্ডল সভাপতি প্রদীপ তিরকি তার সফর সঙ্গী ছিলেন।
