News Britant

করণদীঘির মাছোল গ্ৰাম থেকে নিখোঁজ এক নাবালক

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#করণদীঘি:উওর দিনাজপুর জেলা করণদিঘী থানার অন্তর্গত আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েত মাছোল গ্ৰাম থেকে নিখোঁজ এক নাবালক।পরিবার সূত্রে জানা যায়, নাবালক ছেলেটি দুই  দিন থেকে নিখোঁজ হয়ে যায়। ছেলেটির নাম নাসিম আক্তার।পরিবারের লোকজন বলেন, সকাল বেলা দশটার সময় মাদ্রাসা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়।সারাদিন চলে গেলেও বাড়ি না ফেরায় খোঁজ খবর শুরু করেন ।নাবালক ছেলেটির খোঁজ না পেয়ে করণদিঘী থানায় নিখোঁজের অভিযোগ লিখিত ভাবে জানান পরিবারের লোকজন। করণদিঘী পুলিশ প্রশাসনের কাছে তারা  নাবালক ছেলেটি উদ্ধার করার জন্য অনুরোধ করেন।

Leave a Comment