News Britant

ওদলাবাড়িতে বাড়ির কুয়োর পাড় থেকে উদ্ধার হলো বিসাক্ত গোখরো সাপ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজারঃ বাড়ির কুয়োর পাড়ে বিরাট গোখরো সাপ। আর এতেই আতঙ্কিত হয়ে পড়ে মালবাজার ব্লকের দক্ষিন বিধানপল্লী এলাকার বাসিন্দারা।জানা গেছে বুধবার রাতে এলাকার বাসিন্দা সুহাস সাহার বাড়ির কুয়ার পাড়ে বসে ছিলো প্রায় ৫ফিটের সাদা গোখরো সাপ। বাড়ির লোকসহ আশেপাশের লোকজন এই সাপ দেখে আতংকিত হয়ে ভীড়  করেন এলাকায়। খবর দেওয়া হয় স্থানিয় সেচ্চাসেবি সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি এবং হিমালয়ান ইকোলজি ফাউন্ডেশন এর কর্মীদের। খবর দেওয়া হয় তারঘেরা বন দপ্তরেকে। এরপর বন দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করে খাঁচা বন্দী করা হয়। রাতেই সাপটিকে তারঘেরা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বন দপ্তর জানিয়েছে। কিভাবে সাদা গোখরো এই এলাকায় এলো তা বুঝতে পারছে না স্থানীয় মানুষেরা।

Leave a Comment