News Britant

পুজোর মুখে পতঙ্গ বাহিত রোগ নির্মূলে জঙ্গল সাফাইয়ে পুজো কমিটি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ পুজোর মুখে পতঙ্গ বাহিত রোগের প্রবনতা বৃদ্ধি পায়। তাই শুক্রবার সকাল থেকে পুজো মন্ডপের আশেপাশের বহু এলাকা জুড়ে জঙ্গল সাফাইয়ে নামলো রূপাহার যুব সংঘের পুজো কমিটি। এদিন রূপাহার যুব সংঘের পক্ষ থেকে নেতাজী মোড় কসবা থেকে রূপাহার পর্যন্ত রাস্তার দুই ধারের আগাছা পরিষ্কার করার কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, রূপাহার যুব সংঘ পরিচালিত শারদীয়া দুর্গোৎসব এবার ৫৩ তম বর্ষ উদযাপন করছে। এবিষয়ে পুজা কমিটির সম্পাদক পলাশ বিশ্বাস বলেন, পুজোর দিন গুলোতে হাজার হাজার দর্শনার্থী আমাদের মন্ডপ ও প্রতিমা দর্শনে আসেন। কিন্তু বর্ষা ঋতুর পরে ৩৪ নং জাতীয় সড়কের দুই ধার স্বাভাবিক ভাবেই ঝোপঝাড় গজিয়ে উঠেছে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতায় বর্তমানে তা জঙ্গলের আকার ধারন করেছে। এগুলো পতঙ্গ বাহিত রোগের কারন হতে পারে।তাই এলাকাবাসী ও দশানার্থীদের নিরাপত্তা এবং চলাচলের সুবিধার কথা মাথায় রেখে ক্লাবের পক্ষ থেকে এদিন কসবা নেতাজী মোড় থেকে রূপাহার পুজো মন্ডপ পর্যন্ত  ৩৪ নং জাতীয় সড়কের দুই ধারের আগাছা পরিষ্কার করা হয়। এমন কাজের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও।

Leave a Comment