News Britant

পুজোর মুখে লক্ষাধিক টাকা চুরি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: মহালয়ার একদিন আগেই বাড়িতে দুঃসাহসীক চুরি। বাড়ির লোকেদের ঘুমন্ত অবস্থায় ঘরে বন্দী করে অপর একটি ঘরে অবাধে লুঠ তরাজ চালায় দুস্কৃতীরা।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার নন্দকিশোর গছ এলাকায়।

জানা গিয়েছে গৃহকর্তার নাম আনন্দ কুমার পাল। তার বাড়িতে বেশ কিছু টাকাপয়সা মজুত ছিল। আনন্দবাবু জানিয়েছেন, এদিন গভীর রাতে বাড়িতে হানা দেয় একদল দুস্কৃতী। অন্যান্য ঘর বাইরে থেকে লক্ করে দেওয়া হয়। মূলকক্ষে লুঠত রাজ চালায় দুস্কৃতীরা।

কয়েক লক্ষ টাকা নিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার খবর চাউর হতেই ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকাজুড়ে। খবর পেয়ে কাঁচাকালি ফাঁড়ির পুলিশ  ছুটে আসে ঘটনাস্থলে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।এদিকে লোকালয়ের মধ্যে এমন ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ।

Leave a Comment