News Britant

Saturday, December 3, 2022

হাসপাতালে কর্মরতা আয়াদের দুর্গা পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: হাতে কোন কয়েকদিন বাকি বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজার কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের সামর্থ্য হয়না পূজার নতুন কাপড় কেনার, তাদের কথা মাথায় রেখে ইসলামপুরের স্বেচ্ছাসেবী সংস্থা পাশে আছি হাসপাতালে কর্মরতা আয়াদের হাতে তুলে দিলো নতুন কাপড়।

শনিবার ইসলামপুর ডরমেটরি হলে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের তরফ এ জানানো হয় প্রায় ৫০ জন আয়া মাসিদের হাতে এর নতুন বস্ত্র তুলে দেওয়া সম্ভব হয়েছে।

এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক স্বরূপানন্দ বৈদ্য, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, কবি নিশিকান্ত সিনহা, বিশিষ্ট সমাজসেবী পংকজ ভগত, মিলি ভৌমিক সহ বিশিষ্টজনেরা।

Leave a Comment