



#ইসলামপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্যের তালিকাভুক্ত বেশ কিছু ক্লাবকে দুর্গাপূজার অনুদান হিসেবে ষাট হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। সেইমতো রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে পুজো কমিটির হাতে চেক বিতরণ কর্মসূচি।
রবিবার ইসলামপুর পুলিশ জেলার তরফ থেকে সূর্যসেন মঞ্চে ইসলামপুরের বিভিন্ন পূজা কমিটির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হল। এদিনেই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কর, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ডেপুটি পুলিশ সুপার দেবাশীষ শাহেদ, ইসলামপুর পৌরসভার উপ পৌর প্রধান জ্যোতি দত্ত।
উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারি সভাধিপতির প্রতিনিধি জাভেদ আখতার, মহকুমা শাসক মোঃ আব্দুল শায়েদ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই চেক প্রদান অনুষ্ঠান থেকে বিভিন্ন পূজা কমিটিগুলোকে সরকারি নিয়ম বিধি মেনে পূজা পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পুজোর কটা দিন যেকোনো রকম বিপদ এড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।
