



#ইসলামপুর: শুভ মহালয়ার পুন্য লগ্নে সাঁতার প্রতিযোগিতা ঘিরে ব্যপক কৌতুহলী ইসলামপুরের মানুষজন। শহরের সুকান্তপল্লী এলাকায় এইবার প্রথম আয়োজিত হল সাঁতার প্রতিযোগিতা।
বেশ কয়েক বছর আগে এই সাঁতার প্রতিযোগিতা ইসলামপুরে হয়েছিল বলে জানা যায়। পরপ অবশ্য তা বন্ধ হয়ে যায়। কিন্তু এবারে আবার নতুন রূপে সাঁতার প্রতিযোগিতা শুরু হলো ইসলামপুরে।
সুকান্ত পল্লী লায়ন্স ক্লাবের সদস্যরা বলেছে এই সাঁতার প্রতিযোগিতা আয়োজন করাতে ইসলামপুর পৌরসভার এর চেয়ারম্যান কানাইলা আগারওয়াল এবং ওয়ার্ড কাউন্সিলর জ্যোতি দত্ত তাদের অনেক সহযোগিতা করেছেন তাদেরকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন আয়োজকরা।
