



#কালিয়াগঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার অন্যতম লোকসংস্কৃতি খন পালাগান। এই খন পালাগানের প্রচার প্রসার ঘটাতে, খন শিল্পীদের মর্যাদা এবং আধুনিক যুগের আধুনিক সংস্কৃতির সাথে এগিয়ে নিয়ে যেতে রবিবার দুপুরে রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির পরিচালনায় ও উত্তর দিনাজপুর লোক প্রসার শিল্পী সংঘের সহযোগিতায়।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের খন শিল্পীদের নিয়ে একদিনের খন কর্মশালা সম্পন্ন হলো কালিয়াগঞ্জ ব্লকের ৯ নং বরুনা গ্রামপঞ্চায়েতের দিলালপুর বাসন্তীতলা প্রাথমিক বিদ্যালয়ে। এদিনের এই খন কর্মশালায় কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলের ১২ টি খন দলের ১২০ জন খন শিল্পী অংশগ্রহণ করেন।
আজকের এই খন কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তথা সমিতির সহসভাপতি ডঃ দীপক বর্মন, রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সম্পাদক শ্যামাপদ রায়, উত্তর দিনাজপুর লোক প্রসার শিল্পী সংঘের সভাপতি এবং বিশিষ্ট খন শিল্পী অমল চন্দ্র বর্মন। অত্যন্ত আনন্দ উৎসাহ নিয়ে খন শিল্পীরা আজকের এই কর্মশালায় অংশগ্রহণ করেন এবং এই কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে ভীষন খুশি।
