News Britant

দীক্ষা দানে এসেও অসহায় মানুষের কথা শুনলেন স্বামী দিব্যানন্দজী মহারাজ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: এই প্রথম ইসলামপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমে দীক্ষানুষ্ঠানকে ঘিরে উৎসবমুখর এলাকা। দুইদিন ব্যাপী এই দীক্ষা পর্বের প্রারম্ভ মহালয়ার সকালে। এদিন মোট সাতাত্তর জন ও দ্বিতীয় দিন তেতাল্লিশ জন দীক্ষার্থী কাশীপুর উদ্যান বাটির অধ্যক্ষ আচার্য্য শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেন।

মহালয়ার সন্ধ্যায় ধর্ম সম্মেলনে আলোচনা করেন তিনি। এদিন স্থানীয় শিয়ালতোর এলাকা থেকে দুই বিশেষ চাহিদা সম্পন্ন পুত্রকে নিয়ে স্বামী দিব্যানন্দজী মহারাজের কাছে আশীর্বাদ নেন শেফালী বিশ্বাস নামে এক দুঃস্থ  মহিলা। তিনদিন ধরে আশ্রমে ছিল সান্ধ্য উপাসনা পর্ব। এই দীক্ষা অনুষ্ঠানে বিহার ও বাংলার বিভিন্ন জেলা থেকে দীক্ষার্থীরা উপস্থিত হন।

অনুষ্ঠান চত্বরে ছিল রামকৃষ্ণ মিশনের বইয়ের স্টলও। ইসলামপুর রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক শীর্ষেন্দু মজুমদার জানান, শান্তি পূর্ণ পরিবেশে আশ্রমে প্রথম দীক্ষা অনুষ্ঠান বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে। দুইদিনের ওই পর্বে উপস্থিত হয়েছিলেন স্বামী মহাতপানন্দজী মহারাজ, স্বামী শিব প্রেমানন্দজী মহারাজ, স্বামী নিত্যযুক্তানন্দজী মহারাজ, স্বামী প্রিয়া নন্দজী মহারাজ প্রমুখ।

Leave a Comment