News Britant

তৃণমূলের প্রশিক্ষন শিবির ঘিরে উন্মাদনা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। এবারেনপঞ্চায়েত নির্বাচন বিজেপি ও তৃণমূলের কাছে চ্যালেঞ্জিং ফাইট। তাই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করেছে শাসক শিবির। তারই অঙ্গ হিসেবে গতকাল চোপড়ায় অনুষ্ঠিত হল তৃণমূলের প্রশিক্ষণ শিবির। যা পরিনত হয় জনসভায়।

চোপরা ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের উচ্চ বিদ্যালয়ে ঠিক এমনই দৃশ্য ধরা পড়ল। যেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পরার মত। এদিন বিভিন্ন দল থেকে আসা বেশ কয়েকজনকে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে যোগদান করানো হয়। শিবিরে এত বিপুল জনসমাগম দেখে হতবাক লূয় নেতৃত্বরা।

এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, লক্ষ্মীপুরের পর্যবেক্ষক আব্দুল হক, অঞ্চল সভাপতি মেরাজুল ইসলাম, প্রধান আব্দুল রাজ্জাক, যুবনেতা জিয়াউল হক সহ প্রমূখ। এদিনের এই সভা থেকে বিধায়ক হামিদুর রহমান কংগ্রেস সিপিএম এবং বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেন  বর্তমানে এই দলগুলোর সাথে  জনগণ নেই কিছু ব্যক্তি এই দলগুলির হয়ে দালালি করছে, এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে আলোচনা করেন তিনি।

Leave a Comment