



#রায়গঞ্জঃ নির্মল বিদ্যালয় পক্ষ উদয়াপন উপলক্ষে মঙ্গলবার সকালে রায়গঞ্জ পার্বতী দেবী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ মেঘনা চন্দের তত্ত্বাবধানে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
এই শিবিরে স্কুলের পড়ুয়ারা ছাড়াও সংলগ্ন এলাকার অল্প কিছু ছেলেমেয়েদের দাঁতের চিকিৎসা করা হয় বলে জানিয়েছেন ওই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অরূপ কান্তি ঘোষ। তিনি জানান, নির্মল বিদ্যালয় কর্মসূচি এবার থেকে পাক্ষিক।
সেই কর্মসূচিকে সফল করে তুলতে এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দাঁতের সমস্যার সমাধানে মঙ্গলবার সকালে পার্বতী দেবী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়। শিবিরে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক ডাঃ মেঘনা চন্দ।
ডাঃ চন্দ জানান, আজকের এই শিবিরে দাঁতের সমস্যা রয়েছে, এমন প্রায় ৮০ জন ছাত্র ছাত্রীদের দাঁতের পরীক্ষা করা হয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও দাঁত সুস্থ রাখতে কি কি বিষয়ে সচেতন থাকতে হবে, সে বিষয়েও আলোচনা করা হয়।
