News Britant

প্রত্যন্ত গ্রামের পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করতে পুজোর মুখে উপহার

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: পুজোর মুখে উপহার দুঃস্থ মহিলাদের। প্রত্যন্ত গ্রামের পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এল ঊষা ইন্টারন্যাশনাল লিমিটেড। একৃষেত্রে সহযেগীতার হাত বাড়িয়ে দেন সুকল্যাণ ওয়েলফেয়ার সোসাইটি এবং দাসপাড়া নবদিশা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি। এদিন ১৫ জন দুঃস্থ মহিলার হাতে এদিন সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

জানানো হয় নয় দিনব্যাপী একটি প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। সোমবার দাসপাড়া লালবাজার পাবলিক স্কুল মাঠে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই অসহায় মহিলাদের হাতে ঊষা কোম্পানির সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপড়া থানার আইসি হেমন্ত শর্মা দাসপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন মণ্ডল, বর্ষীয়ান সাংবাদিক সুবল গোপ, জাহাঙ্গীর আলম নবদিশার কর্ণধার আনিসুর রহমান শিক্ষক রৌশন আলম প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের কচিকাঁচারা নৃত্য এবং কবিতা ছড়া পাঠ করে শোনায়। পুজোর মুখে উপহার পেয়ে খুশী উপভেক্তারা।

Leave a Comment