News Britant

জেলা লোকনৃত্যে জেলা চ্যাম্পিয়ন দেবীনগর কৈলাস চন্দ্র রাধারাণী বিদ্যাপীঠ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা লোকনৃত্য প্রতিযোগিতায় সেরার শিরোপা ছিনিয়ে নিল দেবীনগর কৈলাস চন্দ্র রাধারাণী উচ্চ বিদ্যাপীঠ। বুধবার দুপুরে জেলা লোকনৃত্য প্রতিযোগিতায় তারা এই পুরস্কারে ভূষিত হয়। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকাধীন জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদের উদ্যোগে জনসম্পদ শিক্ষা কর্মসূচি হিসেবে জেলাস্তরের লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।

জেলা বিদ্যালয় পরিদর্শক ও সমগ্র শিক্ষা মিশনের সহয়তায় এই কর্মসূচি পালন করা হয়। বুধবার রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারাণী বিদ্যাপীঠে ব্লকের ৯টি স্কুলের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নেয়। ভূপালচন্দ্র বিদ্যাপীঠ, শীতগ্রাম হাইস্কুল, মহারাজাহাট হাইস্কুল সহ বিভিন্ন স্কুলের পড়ুয়ারা নারী শিক্ষা, বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন বিষয়গুলি তুলে ধরে লোকসংগীতের মাধ্যমে লোকনৃত্য পরিবেশন করে।

দিনশেষে জেলার সেরা স্কুল হিসেবে পুরস্কৃত হয় দেবীনগর কৈলাস চন্দ্র রাধারাণী উচ্চ বিদ্যাপীঠ। যুগ্ম রানারআপ হয় শীতগ্রাম হাই স্কুল ও বাহিন হাই স্কুল। এছাড়াও তৃতীয় হয় রায়গঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়। উদ্যোক্তাদের তরফে সোমনাথ চক্রবর্তী জানান, এই জাতীয় প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতা নয়, এটা একটা মিলনমেলা। এর মধ্যে দিয়ে বিভিন্ন অংশের পড়ুয়ারা পরস্পর নিজেদের মধ্যে সাংস্কৃতিক দেওয়া নেওয়া সংঘটিত করে।

তিনি আরও জানান, আগামী ২১শে অক্টোবর রাজ্য লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কোলকাতায়। সেখানে সাদভি ভাষায় উপস্থাপিত কৈলাস স্কুলের পড়ুয়ারা অংশ নেবে। সকলের মন জিতবে বলেই বিশ্বাস জেলা শিক্ষা দপ্তর ও বিচারকদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরঙ্গপুর ডায়েটের অধ্যক্ষ ড. সাদাত, অমিত সরকার, শুভেন্দু মুখোপাধ্যায়, আশীষ সরকার, প্রদ্যোৎ দাস, সুমিতা সরকার, আয়োজক স্কুলের প্রধান শিক্ষক ড. উৎপল দত্ত সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

Leave a Comment