



#ইসলামপুর: পঞ্চায়েত নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই গরম হচ্ছে চোপড়ার রাজনৈতিক মহল। ইতিমধ্যেই নির্বাচনকে ঘিরে ঘুঁটি সাজাচ্ছে তৃনমূল কংগ্রেস। তাই তৃণমূল প্রশিক্ষণ শিবির ঘিরে উৎসাহিত দলীয় কর্মী সমর্থকরা।
কর্মসূচিতে বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রীকে মঞ্চ থেকে বিধায়ক হামিদুল ইসলাম আক্রমণ করে বলপন জাঙ্গীয়া ও গেঞ্জি পড়ে দৌড় করালে তারপর আক্কেল হবে নাম না করে চোপড়ার প্রাক্তন মন্ত্রীকে আক্রমণ করেন তৃণমূলের বিধায়ক হামিদুল রহমান।
মঙ্গলবার বিকালে চোপড়া ব্লকের হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের হাপতিয়া জুনিয়ার হাই স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের রাজনীতি প্রশিক্ষণ শিবিরের কর্মসূচির আয়োজন করা হয় হাপতিয়াগছ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এবং সেই প্রশিক্ষণ শিবিরের মঞ্চ থেকে নাম না করে বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রীকে আক্রমণ বিধায়কের। অন্যদিকে বিধায়কের এই মন্তব্যে আন্দোলনে নামার হুঁশিয়ার দিয়েছে সিপিআইএম, কংগ্রেসও বিধায়কের এই মন্তব্যে তীব্র নিন্দা করছেন।
