



#মালবাজার: কর্মীদের বকেয়া পাওনা মিটিয়ে দিল মাল পৌরসভা।এর সাথে আগামী শারদীয়া উৎসবে শহরবাসীকে শান্তি ও সম্প্রতি বজায় রাখতে আবেদন জানান মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা। জলপাইগুড়ি জেলার দ্বিতীয় মহকুমা শহর মালবাজার। এহেন শহরের পৌর পরিসেবা দিতে শতাধিক কর্মী নিয়মিত কাজ করেন।
কেউ বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ করে, কেউ রাস্তার আবর্জনা সাফাই করে, কেউ আবার অন্য কাজে নিযুক্ত রয়েছে। এরকম পৌর কর্মীদের বেতন গত তিনমাস ধরে বকেয়া হয়েছিল। এনিয়ে এদিকওদিক গুঞ্জন শোনা যেত। সেই গুঞ্জনে জল ঢেলে দিয়ে মাল পৌরসভা কর্মীদের বকেয়া বাবদ ১১ লক্ষ টাকা মিটিয়ে দিল।
এনিয়ে বুধবার বিকালে পৌরসভা ভবনে এক সাংবাদিক বৈঠক করে চেয়ারম্যান স্বপন সাহা বলেন, কর্মীদের বেতন বকেয়া হয়ে গিয়েছিল। পুজার মুখে তারা সমস্যায় ভুগছিল। তাদের সব বকেয়া বাবদ ১১ লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হয়েছে।
তারা সবাই পরিবার নিয়ে পুজো আনন্দে মেতে উঠুক সেই কামনা করি। এর সাথে সাংবাদিকদের মাধ্যমে শহরবাসীর কাছে আবেদন রাখছি তারা যেন শান্তি সম্প্রতি বজায় রাখে। সবাই উৎসবের দিন গুলিতে আনন্দ করুক সেই কামনা করি।
