News Britant

যুব তৃণমূলের রাজ্য শীর্ষ নেতৃত্বে ইসলামপুরের কৌশিক গুন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: প্রায় ১ বছর ২ মাস বাদে যুব তৃনমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি পদে রদবদল ঘটল। একদিকে যখন গতকাল যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ জেলায় উপস্থিত রয়েছেন ঠিক সেদিনই এই রদবদলের তথ্য সামনে আসে।

এতদিন যুব তৃনমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি পদে আসীন ছিলেন ইসলামপুরের কৌশিক গুন। এবারে সেই পদ থেকে তাকে সরিয়ে আসানো হল ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে। যদিও কৌশিক বাবুকে আনা হয়েছে যুব’র রাজ্য কমিটিতে। তাকে যুব তৃনমূলের রাজ্য সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

যাকে ঘিরে খুশীর আবহ ইসলামপুর শহরজুড়ে। দলের মাদার ও বিভিন্ন শাখা সংগঠনের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন দলের ইসলামপুর সদর কার্যালয়ে  তাকে সংবর্ধনা দিতে আাসেন দলের নেতা বিক্রম দাস, গঙ্গেশ দে সরকার সহ অন্যান্যরা।

Leave a Comment