



#মালবাজার: গত কয়েকদিন ধরে ডুয়ার্স ও তার সংলগ্ন পাহাড়ি এলাকায় প্রবল বর্ষন চলছে। বৃষ্টির জলে সব নদী ও ঝোড়া গুলি ফুলেফেঁপে উঠছে। মালনদী বয়ে গেছে মালবাজার শহরের পুর্ব প্রান্ত দিয়ে। শহরের প্রতিমা বিসর্জন, ছট পুজা সহ মানুষের শেষ কাজের ঘাটও এই নদীর তীরে হয়ে থাকে। প্রতিবছর নিয়ম করে সরক সেতু সংলগ্ন নদীর ঘাটে দুর্গাপূজা, কালীপূজো সহ অন্যান্য পুজার প্রতিমা নিরঞ্জন হয়।
চলতি বছর বৃষ্টি জন্য দুরন্ত হয়ে উঠেছে মাল নদী। মাঝেমধ্যেই হরপা বান দেখা যাচ্ছে। গত ২৩ সেপ্টেম্বর নদীতে সাফাই করতে নেমে আচমকা হরপা বানে ভেসে যায়।চারদিন বাদে সেই ট্রাক উদ্ধার হয়। এহেন দুরন্ত নদীকে বাগে এনে সাজিয়ে তোলার কাজে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে পৌরসভাকে।
ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে জেসিবি মেসিন নামিয়ে নদীর স্রোতকে চ্যানেল করে ঘাট তৈরি চলছে।দুর্গাপূজার বিসর্জনে ঘাটে মেলা বসে। হাজার হাজার মানুষের সমাগম হয়। যাতে কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য তৎপর পৌরসভা। আর একদিন বাদে পুজা শুরু। আগামী বুধবার প্রতিমা নিরঞ্জন। বৃহস্পতিবার মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, এবার বৃষ্টির জন্য মালনদীর মতিগতি বোঝা যাচ্ছে না।
মাঝেমধ্যে জল বেড়ে যাচ্ছে।তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ঘাটকে সাজিয়ে তুলতে। আজও তিনটি জেসিবি মেসিন নামানো হয়েছে। নিরঞ্জন ঘাট নিয়ে এবার আমরা চিন্তায় আছি। শেষ পর্যন্ত সব রকম ব্যবস্থা নেওয়া হবে।
