



#হেমতাবাদঃ উৎসবের আগে এলাকার দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে তাদের পাশে এসে দাঁড়ালেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল। তিনি ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার হেমতাবাদের বাহারাইল এলাকায় একটি শিবির করে প্রায় তিন হাজার স্থানীয় মহিলাকে বস্ত্র বিতরনের ব্যবস্থা করেন।
এলাকাবাসীদের হাতে তুলে দেন নতুন কাপড়। সকলকে জানান শারদীয়ার সুভেচ্ছা। ফলে এলাকার মানুষের মুখে দেখা দিয়েছে খুশির আভা । শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মধ্যক্ষ পম্পা পাল, করণদিঘীর বিধায়ক গৌতম পাল সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। দুর্গাপুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।
