News Britant

উত্তরাখন্ডের ৩ শৃঙ্গ অভিযানের ৯ অভিযাত্রীকে পতাকা শুভেচ্ছা রায়গঞ্জে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার একমাত্র প্রকৃতি প্রেমী পাহাড়ি সংস্থা হিমালয়ান মাউন্টেইনিয়ার্স এন্ড ট্রেকার্স এ্যাসোসিয়েশন উদ্যোগে এদিন জাতীয় পতাকা ও সংস্থার পতাকা তুলে দেওয়া হল উত্তরাখন্ডের ৩ শৃঙ্গ অভিযানের ৯ জন পর্বত অভিযাত্রীকে। রায়গঞ্জ সুপার মার্কেটে অবস্থিত রোটারি ক্লাবের ঘরে এই ফ্ল্যাগ গিভেন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংস্থা সূত্রে জানা গেছে, উত্তরাখন্ড হিমালয়ের মাউন্ট থারকোট (২০০১০ ফুট), মাউন্ট দূর্গাকোট (১৯০৮২ ফুট) এবং মাউন্ট ভানোটি (১৮৫২০ ফুট) অভিযানে চলেছে রায়গঞ্জের ৯ পর্বতারোহী। উত্তরাখন্ড রাজ্যের কুমায়ুন হিমালয়ের সুন্দরডুঙ্গা ভ্যালিতে  এই তিনটি পর্বত শৃঙ্গ অবস্থিত।

এই অভিযাত্রী দলটিতে রয়েছেন মনোতোষ বিশ্বাস (দলনেতা), নীলাদ্রি সিনহা, শংকর ধর, অপর্ণা চক্রবর্তী, রিজু দে, সৌম্য দেবনাথ, সুকোমল দেবনাথ, মনিদীপা সেন ও পাপীয়া চক্রবর্তী। মনোতোষ বিশ্বাস জানান, আগামী ৬-ই অক্টোবর দলটি রায়গঞ্জ থেকে যাত্রা শুরু করবে। এরপর ৮ই অক্টোবর কলকাতা, কাঠগোদাম, বাগেশ্বর হয়ে জোকুনি পৌঁছবে তারা।

তারপর ৩ দিনের ট্রেক শেষে ১২ অক্টোবর ১৪ হাজার ৮০০ ফুট উচ্চতায় তৈরি হবে অভিযানের বেস ক্যাম্প। এরপর শুরু হবে শৃঙ্গ জয়ের প্রস্তুতি। আগামী ২ রা নভেম্বর ৯ সদস্যের দলটির রায়গঞ্জে ফিরে আসার কথা। সংগঠনের সম্পাদক অপর্ণা চক্রবর্তী বলেন, এই অভিযানের সাফল্য কামনায় হিমালয়ান মাউন্টেইনিয়ার্স এন্ড ট্রেকার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ রোটারি ক্লাবে অভিযানের দলনেতা ও সদস্যদের হাতে জাতীয় পতাকা ও সংস্থার পতাকা তুলে দেওয়া হয়।

এই  সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা সমাহর্তা (সাধারন) হাসিন জাহেরা রিজভি, আই.এ.এস, ডাঃ শান্তনু দাস সহ সংগঠনের পদাধিকারীরা। অভিযানের দলনেতা ও অভিযাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন অতিরিক্ত জেলা সমাহর্তা এবং সংস্থার পতাকা তুলে দেন সংস্থার সভাপতি ডঃ পীযুষ দাস।

Leave a Comment