



#রায়গঞ্জঃ শনিবার সকালে শারদীয়া উৎসবের প্রাক্ মূহুর্তে গাছের চারা বিতরন করল ৪র্থ সশস্ত্র আরক্ষা বাহিনীর পুলিশ কর্মীরা। এদিন কসবা ব্যারাকের সামনে ছোট্ট শিবির তৈরি করে সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরন করা হয় বল জানা গেছে।
কসবা সূত্রে জানা গেছে, প্রতিবছরই বিভিন্ন অংশের মানুষের জন্য কসবার পুলিশ কর্মীরা নানা ধরনের সামাজিক কর্মসূচি পালন করেন। তারই অঙ্গ হিসেবে এদিনের কর্মসূচি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা। তারা জানান, ঘরে ঘরে বনসৃজনের লক্ষ্যে পুলিশ কর্মীরা দায়বদ্ধ।
তারই অঙ্গ হিসেবে এদিন এই কর্মসূচি পালন করা হয়। এূিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কসবার কমানডেন্ট শিবপ্রসাদ পাত্র ডেপুটি কমানডেন্ট তন্ময় মুখার্জি, মাজিরুদ্দিন সরকার সহ অন্যান্যরা। চারা গাছ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারাও।
