News Britant

মাদকাসক্ত বিরোধী দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃজাতীয় মাদকাসক্ত বিরোধী দিবস উপলক্ষ্যে রায়গঞ্জ ফেলোশিপ গ্রুপের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার।রবিবার রায়গঞ্জের দেবীনগর এলাকায় বৈশালী ক্লাবে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়।নেশায় আসক্ত মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এবং মাদকের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে মানুষদের সচেতন করতে একটি মিছিলও করা হয়।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা কো-অর্ডিনেটর অসীম অধিকারী সহ বিভিন্ন জনপ্রতিনিধি, চিকিৎসক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
যেসমস্ত মানুষ মাদকে আশক্ত এবং দীর্ঘদিন ধরে মাদকে ডুবে রয়েছে তাদের সঠিক দিশা দেখানো সংগঠনটির কাজ বলে জানান উদ্যোক্তরা। সেই উদ্দেশ্য নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছেন তাঁরা।এদিন প্রায় ৩০ জনের মত রক্তদাতা রক্তদান করেন বলে জানান উদ্যোক্তারা।অনুষ্ঠানটিতে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন বলে জানান সংগঠনের সদস্যরা।

Leave a Comment