News Britant

ইতিহাসে প্রথম মালনদীর রুদ্ররুপে ভেঙে পড়ল প্রশাসনিক প্লান নিরঞ্জন ঘাটে বলি, পন্ড বিসর্জন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজারঃ মালনদীর প্রতিমা নিরঞ্জন ঘাটে ইতিহাসে এই প্রথম নদীর রুদ্ররূপে ভেঙে পড়লো প্রশাসনিক প্লান হটাৎ হরপা প্রতিমা বিসর্জন দেখতে এসে ভেসে গিয়ে প্রান হারালো ৭ জন। পন্ড হয়ে গেল প্রতিমা ভাসানের আনন্দ। বুধবার রাত ৮.৪৫ নাগাদ এমনটাই ঘটলো ডুয়ার্সের মালবাজার শহরের পুর্ব প্রান্ত দিয়ে বয়ে যাওয়া মালনদীর নিরঞ্জন ঘাটে। গত বেশ কয়েক দিন ধরে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে ও সংলগ্ন পাহাড়ি এলাকায় বৃষ্টি চলছিল। সেই বৃষ্টির জেরে মাঝেমধ্যে খেপে উঠছিল দুরন্ত পাহাড়ি মাল নদী।

মাত্র ১৪ দিন আগে এমনি হরপা বানে ভেসে গিয়েছিল আস্ত এক ট্রাক। তারপর তর্পণ করতে এসে নদীর চেহারা দেখে অনেকে ফিরে যায়। এই রকম পরিবেশে নদীকে বশে এনে নিরঞ্জন ঘাট তৈরি করা ছিল পৌর প্রশাসনের কাছে এক চ্যালেঞ্জ। গত কয়েকদিন থেকে নদীর বুকে জেসিবি মেসিন নামিয়ে নদীর মুখ ঘুরিয়ে নিরঞ্জন ঘাট তৈরি করেছিল মাল পৌর প্রশাসন। সপ্তমী, অষ্টমী আকাশ পরিস্কার থাকলেও নবমী দিন শুরু হয় মালবাজার শহর সহ আশেপাশের এলাকায়। দশমী দিন আকাশ ছিল পরিস্কার। প্রতি মন্ডবে পুজা হয়েছে।

বিকাল হতেই প্রতিমা নিরঞ্জন ঘাটে বিসর্জন শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত কোন বিঘ্ন হয়নি। এক এক করে আশেপাশের আইভিল, সোনগাছি, বাতাবাড়ি চাবাগান সহ মালবাজার শহরের কয়েকটি প্রতিমা নিবিঘ্নে বিসর্জন হয়। সন্ধ্যা নামতেই ভির বাড়ে। এক এক করে ঘাটে আস্তে শুরু করে শোভাযাত্রা সহ দেবী দুর্গা। রাত ৮.৩০ নাগাদ আচমকা রুদ্ররূপ ধারণ করে দুরন্ত মালনদী। পাহাড়ের উপর থেকে ধেয়ে আসে হরপা বান। সেই বানের তোরে ভেঙে যায় প্রশাসনের তৈরি করা বালির বাধ নদী ফিরে আসে তার পুর্বের স্রোতে।

এতেই প্রতিমা ভাসাতে আসা কয়েকটি গাড়ি ও কয়েকশ মানুষ নদীর স্রোতের মুখে পড়ে। ভেসে যায় বেশ কিছু মানুষ ও প্রতিমা নিরঞ্জনের ট্রাক। উদ্ধারকারী দল বেশ কিছু মানুষকে উদ্ধার করলেও ভেসে যায় আরও অনেকে। বেশ কয়েকজনকে আনা হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। সর্বশেষ খবর অনুযায়ী এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।  এদের বাড়ি মালবাজার শহর সহ আশেপাশের এলাকায়। মালনদীর নিরঞ্জন ঘাটের ইতিহাসে এই প্রথম এই মর্মান্তিক ঘটনা ঘটলো। এতেই বিলীন হয়ে গেল প্রতিমা নিরঞ্জনের আনন্দ। 

Leave a Comment