News Britant

ঢাক বাজিয়ে পড়াশুনার খরচ তুলছে খুদে পড়ুয়া

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: সবে মাত্র ক্লাস সিক্স। এখনও পথ চলা অনেকটাই বাকি। কিন্তু সন্তুর জীবনটা বাকীদের মত সহজ নয়। এই বয়সে যখন পড়াশোনা, খেলাধুলো ও এক্সট্রা কারিকুলাম সহযোগে বাচ্চাদের ভবিষ্যত গড়তে ব্যস্ত থাকেন বাবা মায়েরা। তখন সন্তুর কাছে এসব যেন কাল্পনিক অনুভূতি।

চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের শীতলাপুর গ্রামের বাসিন্দা সন্তু রায়। বাড়িতে বাবা মা সহ আরও ভাই বোন আছে। বাবা দিনমজুর। তাই নিজের পড়াশোনার খরচ জোগাতে ঢাক বাজানোর পেশা বেছে নিয়েছে ছোট্ট সন্তু।দাদুর কাছে তার পেশাগত হাতে খড়ি। প্রায় ৩ বছর ধরে চলছে এভাবেই। সে আরও এগিয়ে যাচে চোখে মুখে তার অদম্য ইচ্ছে শক্তি।

Leave a Comment