News Britant

আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত, আসুক নতুন নেতৃত্ব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#হাবিবুর রহমান, ঢাকা: ফের রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা উল্লেখ করলেন বাংলাদেশে আওয়ামি লিগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের আসন্ন কাউন্সিলে নেতৃত্বে কোনো চমক থাকছে কী না এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, ‘আমি চাই নতুন নেতৃত্ব আসুক’। এ সময় প্রধানমন্ত্রী তাঁর নেতৃত্বাধীন সরকারের নানা অর্জন তুলে ধরার পাশাপাশি বলেন, ‘বিরোধী দল আন্দোলনের অনেক হুমকি-ধামকি দিচ্ছে।

বিরোধী দল যদি শক্তিশালী হতো তাহলে অনেক কিছুই হতো’। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় গণভবনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সরকার প্রধান বলেন, মায়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবে চার বছর পার হয়ে গেলেও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এখন পর্যন্ত সম্ভব হয়নি।

শেখ হাসিনা বলেন, পাঁচ বছরের বেশি সময় ধরে মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দিয়ে আসছে। মানবিক কারণে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ সাময়িক আশ্রয় দিয়েছি।তিনি বলেন, রোহিঙ্গারা যাতে সম্মানের সঙ্গে ও নিরাপদে তাদের নিজ দেশে ফিরতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক ও বহুপাক্ষিক উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু মিয়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এখন পর্যন্ত সম্ভব হয়নি।

রাষ্ট্রসংঘে দেওয়া ভাষণে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন ত্বরান্বিত করার জন্য রাষ্ট্রসংঘকে কার্যকর ও জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছি। রাশিয়া-ইউক্রেন বিরোধ নিরসনের আহ্বান জানানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে সৃষ্ট খাদ্য ও জ্বালানি সঙ্কট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে মুক্তির জন্য অতীতের যেকোন সময়ের চেয়ে অধিক পারস্পরিক সংহতি প্রদর্শন করার প্রতি গুরুত্বারোপ করি।

রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র এবং রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদান উপলক্ষে সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে টানা ১৮ দিনের সফর শেষে সোমবার  দিনগত রাত ১টার দিকে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। গত ১৫ সেপ্টেম্বর সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। পরে ১৯ সেপ্টেম্বর লন্ডন সফর শেষে তিনি নিউইয়র্ক যান।

Leave a Comment