News Britant

লক্ষী পূজায় ভিলেন বৃষ্টি? কী বলছে আবহাওয়া দপ্তর

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কলকাতা: বাঙালির লক্ষী লাভে অসুর রূপে নামতে পারে বৃষ্টি। আগামী ১০ অক্টোবরের আগে বঙ্গ থেকে বৃষ্টি বিদায় নিচ্ছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবারের পর থেকে আস্তে আস্তে বিদায় নিতে পারে বর্ষা।

বঙ্গোপসাগরের উপর এখনো রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর প্রদেশ পর্যন্ত এখনো বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই দুই জোড়া ফলায় আজ ও শনি, রবি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতাসহ দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস।

উত্তরবঙ্গের পাঁচ জেলায় অবশ্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে  মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ১০ ই অক্টোবরের আগে উত্তর বঙ্গের জেলা গুলি থেকে বিদায় নেবে না বর্ষা।

Leave a Comment