News Britant

পথ দুর্ঘটনায় গুরুত্বর আহত ৩ জন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ঘটনাটি ঘটেছে উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত কদমতলা ৩৪ নম্বর জাতীয় সড়কে উপর। স্থায়ীয় সূত্রে জানা যায়, দশমীর রাতে একটি মোটর সাইকেল করে ৩ জন যুবক ঠাকুর দেখতে বেরো। কদমতলা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর পাথর বোঝাই একটি লরি পেছনে ধাক্কা মারে।

এর জেরে মোটর সাইকেল থাকা ৩ জন যুবক ছিটকে পড়ে রাস্তার উপর। স্থানীয় লোকজন উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য  পাঠায়, স্থানীয় লোকজনরা বলেন, তাদের মাথায় হেলমেট ছিলো না।

আহত তিন জন যুবকের নাম পুরুষ সিংহ, লক্ষী সিংহ, কুশ সিংহ। তিন জনের বাড়ি স্থানীয় মীনা পুর গ্ৰামে। দূঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করছেন।

Leave a Comment