



#ইসলামপুর: এবারে একাধিক দাবীতে আন্দোলনে নামলেন একটি খ্যাতনামা কোম্পানীর লটারির বিক্রেতারা। কমিশন নিয়েই মূলতঃ তাদের এই বিক্ষোভ। এই ইস্যুতে সোমবার লটারির খুচরো বিক্রেতারা ইসলামপুর শহরে একটি মিছিল করে। ইসলামপুর পৌর বাস টার্মিনাস থেকে মিছিল বের করা হয়।
সারা শহর পরিক্রমা করে এই মিছিল। তাদের দাবীগুলি হল, পুরোনো ভাউচার হিসেবে ৯ হাজারের ঘরে ১ হাজার টাকা ভাউচার প্রদান, ৪৫০এর ঘর কে ৫০০ করা ও ভিসি বাড়িয়ে ১০০ করা। স্টকিষ্ট, সাব স্টকিষ্ট রা ১০০০ টিকিটের নীচে ভাউচার দিতে পারবে না।এর জেরে তারা নির্দিষ্ট একটি লটারির ব্যবসা করতে পারছেন না।তাই এই প্রতিবাদ।
