



#ইসলামপুর: এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে উত্তরনদিনাজপুর জেলার ইসলামপুর থানার নুতন পাড়া এলাকায়। জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ির পাশ থেকেই তার দেহ উদ্ধার হয়। তার মুখ থেকে রক্তক্ষরনের বিষয়টি নজরে আসে।
সকাল সকাল ঘটনার কথা চাউর হতেই ব্যপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ইসলামপুর মহকুমা হাসপাতালে। জানা যায় মৃতের নাম অরুন শর্মা। এলাকাবাসীর অনুমান অরুনকে হত্যা করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল।
