News Britant

পার্ক স্ট্রিট মেট্রোয় মরণঝাঁপ, আধ ঘণ্টার উপর বন্ধ পরিষেবা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কলকাতাঃ ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১২টা ৬ মিনিট নাগাদ পার্ক স্ট্রিটের ডাউন লাইনে বছর ৪৫-এর এক পুরুষ যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। এর জেরে বন্ধ হয়েছে মেট্রো চলাচল। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে গিরিশ পার্ক থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা।

ফলে সমস্যায় পড়েছে এই রুটের নিত্যযাত্রীরা। এদিকে, দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং মহানায়ক উত্তমকুমার থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত চলাচল করছে মেট্রো। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।

Leave a Comment