News Britant

বাংলাদেশে চলতি বছর করোনায় ২৯৩৮৬, ডেঙ্গুতে ৭৪ জন মারা গেছেন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে মারণঘাতী ডেঙ্গু এবং করোনা হাত ধরাধরি করে হাটছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৭৪ জন মারা গেলেন। এদিকে একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে বৈশ্বিক করোনায় আক্রান্ত মারা গেছেন ২৯ হাজার ৩৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৬২ জন ঢাকার  ২১৫ জন ঢাকার বাইরের। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৮৭০ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ২ হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৬৭ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

এ পর্যন্ত মোট ১৯ হাজার ৩০৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৮৬ শতাংশ। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।এ পর্যন্ত ২০ লাখ ৩০ হাজার ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮৪ জন।

অপরদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ কোভিড-১৯ টিকাদানের ক্ষেত্রে  ৯৮ শতাংশ সাফল্য অর্জন করেছে। গত সোমবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়ে তিনি বলেন,  এই অর্জন বিশ্বের অনেক ধনী দেশের চেয়েও বেশি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা কোভিড-১৯ টিকা তৈরি করি না, তবে আমরা অন্যান্য দেশ থেকে সেগুলো সংগ্রহ করেছি এবং একটি সফল টিকাদান কার্যক্রম পরিচালনা করেছি যা বিশ্বের ধনী দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত তৈরি করেছে।

তিনি বলেন, ‘এমনকি আমরা যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো করেছি কারণ কোভিড-১৯ টিকাদানে যুক্তরাষ্ট্রের সাফল্যের হার মোট জনসংখ্যার ৫০ থেকে ৬০ শতাংশ।”সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে সেখানকার কর্মকর্তারা করোনা টিকাদানের সাফল্যের জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন’, বল জানান মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে মানুষ চিকিৎসার জন্য বিদেশে যায় এবং এভাবে প্রতিবছর দেশ থেকে ৬ বিলিয়ন ডলার চলে যায় কিন্তু বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিতে পারলে সেই টাকা দেশেই রাখা সম্ভব।

Leave a Comment