



#মালবাজার: গত ৫ অক্টোবর মালবাজার শহরের মালনদীর ভাসান বিপর্যয়ে মারা গিয়েছিলেন শহরের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কলোনির বাসিন্দা শুভশীষ রাহা(৬১)। তার একটি জীবনবিমার পলিসি ছিল। মঙ্গলবার সকালে তার পরিবার সবরকম নথিপত্র মালবাজার শহরের জীবনবিমা নিগমের দপ্তরে জমা দেন।
দপ্তরের কর্মীদের আন্তরিক চেষ্টায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে সমস্ত অফিসিয়াল কাজ করে এদিন বিকালে মৃতের স্ত্রী অর্চনা রাহার হাতে প্রাপ্য টাকার চেক তুলে দেন ব্রাঞ্চ ম্যানেজার দীলিপ কুমার মিত্র। সেখানে উপস্থিত ছিলেন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার দেবব্রত সরকার, দপ্তরের কর্মী সুবীর মিত্র, বাদল বাসফোর, প্রশান্ত রায়, এজেন্ট সাক্ষি বনিক প্রমুখ।
ব্রাঞ্চ ম্যানেজার শ্রী মিত্র, আবেদন জমা পড়ার পর কর্মীদের চেষ্টায় সব কাজ করে বিকালের মধ্যে চেক তুলে দেওয়া হয়েছে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। অন্যান্য দের মতো আমরা ওনাদের পাশে আছি। সমবেদনা জানাই”।
