



#ডুয়ার্স: ফের ডুয়ার্সে লাল চন্দন কাঠ পাচারের ছক বানচাল করল বন দপ্তর। সোমবার রাতের অন্ধকারে একটি নীল রঙের বিলাসবহুল গাড়িতে করে লাল চন্দন কাঠ পাচার করা হচ্ছিল। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন বিপুল পরিমাণ প্রাণীর দেহাংশ পাচার করা হবে বলে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে খবর আসে।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে অতিরিক্ত বন আধিকারিক জন্মেজয় পাল এবং বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় ওত পেতে বসেছিল। সন্দেহভাজন গাড়িটির পেছনে ধাওয়া করে ডুয়ার্সের তেলিপাড়া চৌপতি এলাকায় গাড়িটিকে আটক করে বন আধিকারিকরা। এরপর সেই গাড়িতে তল্লাশি চালাতেই বন কর্মীদের চক্ষু চড়কগাছ!
প্রাণীর দেহাংশ নেই, গাড়ির ভেতর সারিসারি করে সাজানো রয়েছে বিপুল পরিমাণ লাল চন্দন কাঠ। চন্দন কাঠ সমেত গাড়িটি বাজেয়াপ্ত করেছে বন দপ্তর। এমনকি গাড়িতে থাকা দু’জনকে গ্রেফতার করা হয়েছে।বন দপ্তরের প্রাথমিক অনুমান এই বিপুল পরিমাণ লাল চন্দন কাঠ ভিন রাজ্যে অথবা ভুটানে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।
এবিষয়ে জলপাইগুড়ির অতিরিক্ত বন আধিকারিক জন্মেজয় পাল বলেন, ‘কিছু ওয়াইল্ড লাইফ আর্টিকেল পাচার করা হচ্ছিল এই অভিযোগে আমরা গাড়িটি আটক করি। গাড়ি থেকে লাল চন্দন কাঠ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’
