News Britant

বজ্রপাতে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার শ্রবনশক্তি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ময়নাগুড়ি: বজ্রপাতে ক্ষতিগ্রস্ত এক বৃদ্ধার বাড়ির বৈদ্যুতিক মিটার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার অঞ্চলের ভাঙ্গারহাট এলাকার বাসিন্দা শান্তিবালা রায়ের বাড়িতে। ওই বৃদ্ধার পরিবারে কেউ নেই। পরিবারের একমাত্র সদস্য তিনি। ওই বৃদ্ধা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এমনকি বৃদ্ধ ভাতা থেকেও বঞ্চিত।

তার রোজগার বলতে তেমন কিছুই নেই, অন্যের বাড়িতে একটু কাজ করে খুব কষ্টে জীবন যাপন করেন। গতকাল বৃষ্টি এবং বজ্রপাতের ঘটনায় বৃদ্ধা খুবই আতঙ্কিত হয়ে যান। আর বজ্রপাতে ওই বৃদ্ধার বাড়ির ইলেকট্রিক মিটারটি পুরোপুরি অকেজো হয়ে যায় এবং শ্রবণ শক্তি কমে যায় বলে জানান তিনি।

ওই বৃদ্ধার দাবী, গতকালের ঘটনায় অন্ধকারে রয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আলোর ব্যবস্থা ও আর্থিক সহযোগিতা করা হলে  তিনি উপকৃত হবেন। স্থানীয় এক বাসিন্দার কাজ থেকে জানা যায়, গত রাত সাড়ে নয় থেকে দশটা নাগাদ বজ্রপাতের ঘটনাটি ঘটে। যার জেরে ওই বৃদ্ধা শোনার ক্ষমতা হারান ও বাড়ির মিটারটি ক্ষতিগ্রস্ত হয়।

Leave a Comment