



#মালদা: পানীয় জলের জন্য গ্রামের একমাত্র ভরসা ইদারা। পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দিলালপুর কাদিরপুরের ১৫ থেকে ২০ টি পরিবার পানীয় জল হিসাবে ইদারার জল ব্যবহার করত। কিন্তু বর্তমানে এই ইদারাটি দখল করা হচ্ছে। রাতের অন্ধকারে নোংরা আবর্জনা ফেলে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় চরম পানীয় জলের সংকট দেখা দিয়েছে ওই গ্রামে।
প্রায় এক থেকে দেড় কিলোমিটার পায়ে হেঁটে জল আনতে হচ্ছে গ্রামবাসীদের। তাই ইদারাটি সংস্কার এবং দখল মুক্ত করতে প্রশাসনের দারস্থ হয়েছেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে গ্রামবাসীরা একত্রিত হয়ে বেশ কিছুক্ষণ এই মর্মে বিক্ষোভ প্রদর্শনও করেন। উল্লেখ্য, সম্প্রতি লিখিত আকারে বিষয়টি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। গ্রামবাসীরা জানান, এই ইদারা প্রায় ১৫০ বছরের পুরোনো। এই ইদারার জল পানীয় হিসেবে ব্যবহার করেন তারা।
তাছাড়াও বিভিন্ন কাজে ব্যবহৃত হয় ইদারার জল। কিন্তু প্রতিবেশী এক ব্যক্তি সেই ইদারা দখল করার চেষ্টা করছে। গ্রামবাসীরা একত্রিত হয়ে বাধা দিয়েছে। এই অবস্থায় রাতের অন্ধকারে নোংরা আবর্জনা ফেলে ইদারাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে ওই প্রতিবেশী ব্যক্তি বলে অভিযোগ। বিষয়টি তারা লিখিত আকারে প্রশাসনকে জানিয়েছেন। গ্রামবাসীর আরো জানান, এই ইদারাটি যাতে সংস্কার করা হয়। তার পাশাপাশি ইদারা দখল করা হলে প্রতিবেশী ওই ব্যক্তির বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
কারণ এই ইদারার জলের উপর নির্ভর গ্রামের ১৫ থেকে ২০ টি পরিবার। বর্তমানে ইদারায় নোংরা আবর্জনা ফেলে দেওয়ায় গ্রামে চরম পানীয় জলের সংকট দেখা দিয়েছে। যদিও এই বিষয়ে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিক কুমার ঘোষ জানান, গ্রামবাসীরা লিখিত আকারে তাকে বিষয়টি জানিয়েছেন। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
