



#জলপাইগুড়ি: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দুর্গাপুজো থেকে জলপাইগুড়ি জেলায় চলছে অবিরাম বৃষ্টি। পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির জেরে তিস্তা নদীর জল বাড়তে শুরু করেছে। জলস্তর বৃদ্ধিতে চিন্তিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল।
প্রতিদিন জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। ইতিমধ্যে সেচ দপ্তরের তরফে তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সংকেত। জলস্তর বৃদ্ধির কারণে সতর্ক করা হচ্ছে তিস্তা পাড়ের জনগণকে।
বুধবার রাতে জলপাইগুড়ি পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্টের দায়িত্ব প্রাপ্ত তথা চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য নিজে তিস্তা বাঁধে এই বিষয়ে সাধারণ মানুষকে সজাগ থাকার আবেদন করে মাইকে প্রচার চালান। শুধু তিস্তা নয় ডুয়ার্সের অন্যান্য নদীরও জলস্তর বৃদ্ধি পেয়েছে। লাগাতার বৃষ্টিতে তাপমাত্রার পারদ নেমেছে অনেকটা। তবে কতদিন চলবে এই বৃষ্টি তা এখনও পরিষ্কার নয়।
