



#মালবাজারঃ ভাসান বিপর্যয়ে কিছু যুবক জীবনের ঝুকি নিয়ে অন্যের জীবন বাঁচিয়েছিলেন। বৃহস্পতিবার তাদের বাড়িতে গিয়ে সংবর্ধনা দিল বিজেপির রাজ্য ক্রীড়া সেল। এদিন রাজ্য বিজেপি ক্রীড়া ও ক্লাব সম্পর্ক সেলের রাজ্য নেতৃত্বরা মালবাজারে আসেন। এদিন ৫ সদস্যের এই দল মাল নদীতে উদ্ধারকাজে জীবন বিপন্ন করে ঝাপিয়ে পরা যুবকদের বাড়ি বাড়ি গিয়ে সংবর্ধনা দেন।
দলটির নেতৃত্বে ছিলেন সেলের রাজ্য কনভেনার দীপঙ্কর মোদক রাজ্য কো কনভেনার প্রখ্যাত ফুটবলার ষষ্ঠী দুলেরা। নির্বাহী সদস্য শুভজিৎ দত্তগুপ্ত, নির্বাহী সদস্য তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সোমনাথ ভুইয়া এবং নির্বাহী সদস্য হৃদয় বাগেরা ছিলেন। এদিন তারা প্রথমে যান মালবাজার উত্তর কলোনির বাসিন্দা স্বরূপ মিত্রের বাড়িতে।
তারপর তেশিমিলা গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদ মানিকের বাড়িতে যান তারা। গুরজং ঝোরা চা বাগান ও বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি গ্রামেও যুবকদের বাড়ি বাড়ি গিয়ে সংবর্ধনা জানিয়ে আসে। এই দলের পক্ষে দীপঙ্কর মোদক জানান যে এই যুবকদের কে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বীরত্বের সম্মান দেবার সুপারিশও তারা করবেন।
