



#মালবাজার: মালনদীর ঘাটে গত ৫ অক্টোবর ভাসান বিপর্যয়ের পর কেটে গেছে একটা সপ্তাহ। শহরে এই মর্মান্তিক ঘটনার পর অনেকেই শোকগ্রস্ত। এইরকম পরিবেশে বৃহস্পতিবার প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল। দলে ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, মাল মহকুমা শাসক পীয়ুস ভাগনরাও সালুংখে সহ অন্যান্যরা।
যদিও আধিকারিকদের দলের পক্ষ থেকে কেউ মুখ খোলেননি। তবে তাদের পরিদর্শনের ধরন দেখে অনুমান করা হচ্ছে ভিভিআইপি কেউ শহরে আসতে পারেন। এদিন এই দলটি তেশিমলাতে অবস্থিত একটি পর্যটন বাংলো, বড়দীঘি উচ্চ বালিকা মাঠ, শহরের উদিচি কম্যুনিটি হল, মাল আদর্শ বিদ্যা ভবন, একটি বেসরকারি হোটেল পরিদর্শন করেন।
প্রশাসনিক তৎপরতা ও নিবিড় পরিদর্শনের ধরন দেখে স্থানীয় মহলে ধারণা হয়েছে হয়তো ভাসান বিপর্যয়ের পর মানুষের পাশে থাকতে হয়তো রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শহরে আসতে পারেন।যদিও প্রতিনিধি দলের জেলা শাসক বা জেলা পুলিশ সুপার মুখ খুলতে চান নি। এমনকি খবর না করতে অনুরোধ করেন।
