News Britant

তীব্রগতির হেলমেট বিহীন বাইক চালকদের নিয়ন্ত্রনে অত্যাধুনিক ক্যামেরার মাধ্যম দিয়ে চেকিং

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: তীব্রগতির বাইক হেলমেট বিহীন বাইক চালকদের নিয়ন্ত্রণ করতে ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নিউ টাউন এলাকায় ট্রাফিক গার্ডের অফিসের সামনে অত্যাধুনিক ক্যামেরার মাধ্যম দিয়ে চেকিং চলছে। এই ক্যামেরার মাধ্যমে বাইকের স্পিড কত আছে তা উঠে আসবে ও তাদের জরিমানাও করা হচ্ছে।

তবে সাধারণ মানুষ এই উদ্যোগে যথেষ্টই খুশি। তারা বলছেন বাইক আস্তে চালানো উচিত, হেলমেট পড়ে গাড়ি চালানো উচিত। ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

এক সাধারন মানুষ বললেন বাইকে হেলমেট পড়ে ও জরুরী বাইকের কাগজ নিয়ে তবেই যেন বেরুন। কারণ বাইকের হেলমেট পড়া থাকলে কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। তাই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। ট্রাফিক গার্ড সূত্রে জানা যায়, নিয়মিত এই চেকিং চলতে থাকবে।

Leave a Comment