News Britant

রায়গঞ্জে নির্মীয়মান জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত ১, আহত ৭

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ নির্মীয়মাণ জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনের উপর দিয়ে লরি চলে যাওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হলো এক যুবকের ।এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের অভিনগর এলাকায়। মৃত যুবকের নাম সৌমিক বর্মন। বাড়ি রায়গঞ্জের অভিনগর এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন সাত জন তাঁর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের অভিনগর এলাকায় বেশ কয়েকজন মিলে নির্মীয়মাণ জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। সেইসময় জাতীয় সড়কের কাজে ব্যবহৃত একটি লরি, তাদেরকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় সৌমিক বর্মনের। এরপর উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে লরির চালককে বেধড়ক মারধর করলে তাকেও রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।

Leave a Comment