



#মালবাজার: গত ৫ অক্টোবর ডুয়ার্সের মালনদীর দশমীর বিসর্যন ঘাটে আচমকা হরপা বানে নদীর জলে ভেসে প্রান হারিয়েছিলেন ৮ জন। জখম হয়েছিলেন ১৩ জন। সেদিনের সেই প্রাকৃতিক বিপর্যয়ে মালবাজার শহরের ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুহিনদীপ অধিকারী হারিয়েছেন বাবা তপন অধিকারীকে, স্বপন অধিকারী হারিয়েছেন পুত্র সর্নদীপ অধিকারীকে, ৯ নম্বর ওয়ার্ডের অর্চনা রাহা হারিয়েছেন স্বামী শুভাশিষ রাহাকে, ১০ নম্বর ওয়ার্ডের সমরেন্দ্র পোদ্দার হারিয়েছেন কন্যাকে, ২ নম্বর ওয়ার্ডের দীলিপ পন্ডিত হারিয়েছেন স্ত্রী ও পুত্রকে, ১০ ওয়ার্ডের সন্তু সাহা হারিয়েছেন পরিবারের দুই সদস্যকে।
সেই মর্মান্তিক ঘটনার পর থেকে শোকগ্রস্ত গোটা শহর। কালীপূজা কমিটি গুলি তাদের বাজেট কাটছাট করেছে। বন্ধ করে দিয়েছে আমোদ প্রমোদ। এমতাবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী শহরে আসছেন আগামী মঙ্গলবার। তিনি দেখা করবেন শোকমগ্ন পরিবারের সদস্যদের এমনই আভাস পাওয়া গেছে।
ইতিমধ্যে পরিবার গুলির কাছে সরকারি ভাবে আহ্বান এসেছে। সেই ডাকে সারা দিয়ে শোকগ্রস্ত পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর সভায় যাবেন এমনই কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা। তুহিনদীপ অধিকারী জানান, আমাদের বাড়িতে এসডিও অফিস থেকে আমন্ত্রণ জানিয়ে গেছে। আমাদের বাড়ি মা আর বোন যাবে। যদি চাকুরী কথা ওঠে তবে বোন করবে। পুত্র হারানো স্বপন অধিকারী জানান, আমি ও আমার মেয়ে যাব।
সমরেন্দ্র পোদ্দার জানান, মেয়েকে হারিয়েছি। মন ও শরীর ভালো নেই। তবু ছেলেকে নিয়ে যাব।যদি ছেলের চাকুরী হয় তবে করবে। এরকম ভাবে প্রতিটি পরিবারের সদস্যরা যাবেন বলে জানিয়েছেন। শুধু পন্ডিত পরিবার গয়ায় পারলৌকিক কাজে গিয়েছেন।যদি ফেরেন তবে যাবেন। তবে সবাই চাইছেন এই ঘটনা যেন পুনঃরায় না ঘটে।
