



#রায়গঞ্জঃ বিদ্যাভারতী পূর্বাঞ্চলের গণিত বিজ্ঞান মেলা এবছর অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জে। আগামী ২০ থেকে ২২শে অক্টোবর এই গণিত বিজ্ঞান মেলা রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির সিবিএসই, সারদা বিদ্যামন্দির(বাংলা মাধ্যম) এবং সারদা শিশু তীর্থে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনের শীর্ষ কর্তারা।
এদিন দুপুরে রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির সিবিএসইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যাভারতী পূর্ব ক্ষেত্র অর্গানাইজেশন সেক্রেটারি দিবাকর ঘোষ বলেন, অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে, বিদ্যাভারতী বিদ্যালয় গুলির পূর্ব ক্ষেত্র অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, সিকিমের ভাই বোনেদের দ্বারা গণিত বিজ্ঞান মেলা এই বছর রায়গঞ্জ সারদা শিশুতীর্থ, সারদা বিদ্যামন্দির বাংলা মাধ্যম ও সারদা বিদ্যামন্দির, ইংরেজী মাধ্যমে অনুষ্ঠিত হবে আগামী ২০ থেকে ২২শে অক্টোবর।
এতে সব মিলিয়ে প্রায় ৬০০ জন ভাই বোন উপরিউক্ত রাজ্য গুলো থেকে এই বিজ্ঞানমেলার প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যাভারতী পূর্ব ক্ষেত্রের সহ সংগঠন সম্পাদক পার্থ ঘোষ, বিদ্যাভারতী উত্তরবঙ্গের সহ সাধারণ সম্পাদক পরিমল রায়, সারদা বিদ্যামন্দিরের অধ্যক্ষ রাজবলী পাল, তথাগত ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকেরা। এই বিরাট কর্মকান্ডকে ঘিরে, এখন সাজো সাজো প্রস্তুতি চলছে বিদ্যাভারতী উত্তরবঙ্গের রায়গঞ্জের সুদর্শনপুর এলাকার ৩টি স্কুল ঘিরে।
