News Britant

বিধান মঞ্চে বিজয়া সম্মিলনী রায়গঞ্জ শহর তৃণমূলের উদ্যোগে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জ: দুর্গাপুজোর পর বিজয়া বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। পারস্পরিক সম্পর্ক আদানপ্রদানের অঙ্গ এইসব অনুষ্ঠান। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার রায়গঞ্জের বিধান মঞ্চে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রাজ্য তৃণমূল কংগ্রেস সম্পাদক অসীম ঘোষ।

মন্ত্রী গোলাম রব্বানী, শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, বর্ষীয়ান নেতা তিলক চৌধুরী, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক  অরিন্দম সরকার সহ জেলা, শহর, ব্লক স্তরের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব বর্গ। বিধান মঞ্চে এদিন কর্মী সমর্থকদের ভিড় ছিল উপচে পড়ার মতো। সকলকে শুভেচ্ছা বার্তা সহ ঐক্যবদ্ধভাবে পথ চলার কথা বলেন রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়তোষ মুখার্জি। দলীয় সমর্থক ও কর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল অনুষ্ঠানে নজরে পড়ার মত।

Leave a Comment

Also Read