News Britant

ওজন পরিমাপ যন্ত্রের নবীকরণ শিবির

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: দোকান থেকে সামগ্রী নেওয়ার সময় ক্রেতারা যাতে না ঠকে তার জন্য ওজন পরিমাপ যন্ত্রের নিয়মিত নবিকরণ প্রয়োজন। এই লক্ষ্যেই আজ ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফে বৈধ পরিমাপের জন্য ওজন যন্ত্রের পুনর নবিকরণ শিবির অনুষ্ঠিত হলো। আজ মেটেলি ব্লকের বাতাবাড়ি কিষান মণ্ডিতে ওই শিবিরকে কেন্দ্র করে দারুন সাড়া পরে।

সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, প্রতি বছর ব্যাবসায়ীদের দোকানের ডিজিটাল পরিমাপ যন্ত্র ১ বছর ও বাটখাড়া ২ বছর অন্তর পুনঃ নবিকরণ করে বৈধ সংসাপত্র রাখা দরকার। কোনো ব্যাবসায়ী যদি বৈধ কাগজপত্র ছাড়া ওই পরিমাপ যন্ত্রের মাধ্যমে ব্যাবসা করে তাহলে সরকারি ভাবে তাদের বিরুদ্ধে বাবস্থা নেওয়ার আইন আছে।

ক্রেতা সুরক্ষা দপ্তরের মাল মহকুমার পরিদর্শক সৌনক ঘোষ বলেন, মাল মহকুমার বিভিন্ন জায়গায় শিবির করে এই পুনর নবিকরণ করা হচ্ছে।এরজন্য ব্যাবসায়ীদের কাছ থেকে সরকার নির্ধারিত নিদিষ্ট ফী নেওয়া হয়। কেউ পরিমাপ যন্ত্রের বৈধ কাগজপত্র ছাড়া ব্যাবসা করলে সেই সমস্ত ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment