News Britant

রায়গঞ্জ মেডিকেলে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষনের চেষ্টা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ রায়গঞ্জ মেডিকেল কলেজের সুপারের অফিসের সামনে অবস্থিত বিশ্রামাগারে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টার অভিযোগে রীতিমত চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার মধ্যরাতে। এই ঘটনায় পুলিশ আজগর সরকার নামে এক রোগীর আত্মীয়কে আটক করেছে।

ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য রোগীর পরিজনদের অভিযোগ বিশ্রামাগারে শুয়ে থাকা অবস্থায় আজগর সরকার ভারসাম্যহীন ঐ মহিলাকে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করলে তখন তাঁরা ঐ অভিযুক্তকে ধরে ফেলে। এরপরই অল্পসল্প মারধর করে অভিযুক্তকে  পুলিশের হাতে তুলে দেন তারা। অন্যদিকে সংবাদমাধ্যমের কাছে নিজের দোষ স্বীকার করেছেন অভিযুক্ত আজগর সরকার।

রায়গঞ্জ মেডিকেলের সুপারের অফিসের  সামনে এধরনের ঘটনা ঘটায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।পাশাপাশি এই ঘটনা ঘটার ঘন্টা দুয়েক পর মানসিক ভারসাম্যহীন নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে পুলিশ রায়গঞ্জ  মেডিকেলে স্বাস্থ্য পরীক্ষা জন্য নিয়ে যায়।

Leave a Comment