



#মালবাজার: গত ১৮ অক্টোবর মাল আদর্শ বিদ্যা ভবনে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গত ৫ অক্টোবর মালনদীর বিসর্যন ঘাটে হরপা বানে মৃতদের পরিবারের সদস্যদের চাকুরির অফার দিয়েছিলেন। মাত্র তিনদিনের মাথায় ৩ মৃত পরিবারের উত্তরসুরীরা মাল বিডিও অফিসে চাকুরীতে যোগ দিলেন।এখনো পর্যন্ত বাড়ির লোকের শোকের পরিবেশ কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।
তার মাঝে চাকুরীতে যোগ দিয়ে কিছুটা আস্বস্ত বোধ করছেন মৃতদের পরিবারের তিন যুব সদস্য।গত ৫ অক্টোবর হরপা বানে মারা গিয়েছিলেন তপন অধিকারী, সর্নদীপ অধিকারী ও শুভাশিস রাহা।শুক্রবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ মাল বিডিও অফিসে আসেন তপন অধিকারীর মেয়ে শ্রীপর্না অধিকারী, সর্নদীপ অধিকারীর বোন শ্রেয়সী অধিকারী ও শুভাশিস রাহার পুত্র সুশোভন রাহা। তারা এদিন ঘোষণা মতো গ্রুপ সি পদে যোগ দেন।
তাদের চাকুরীতে যোগদান পর্বে উপস্থিত ছিলেন মালের বিডিও শুভজিত দাশগুপ্ত, জয়েন্ট বিডিও সঞ্জয় দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। তারা শোকগ্রস্ত পরিবারের ৩ সদস্যকে চাকুরীতে যোগদান করান। মৃত শুভাশিস রাহার ছেলে সুশোভন রাহা বলেন, যে ক্ষতি হয়ে গেছে তা পুরন হবেনা। তবে বাবা ছিলেন পরিবারের একমাত্র সোর্স অফ ইনকাম। সেক্ষেত্রে চাকুরী পাওয়াতে সুরাহা হয়েছে।
শ্রীপর্না ও শ্রেয়সীরা জানান, বাড়িতে এখনো শোকের আবহাওয়া কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে চাকুরীতে যোগ দিয়ে কিছুটা হালকা লাগছে। এনিয়ে মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, আমাদের নেত্রী মমতা বন্দোপাধ্যায় সব সময় এই রকম পরিবেশে মানুষের পাশে থাকেন। তার ঘোষণা মতো আগেই টাকা পয়সা পেয়ে গেছেন পরিবার গুলি। এবার ঘোষণা মতো চাকুরীও হলো। আমরাও এই শোকমগ্ন পরিবারের পাশে আছি।
