



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ফরওয়ার্ড ব্লক দলের তরুন তুর্কী নেতা তথা প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ্ ওরফে ভিক্টরকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কৃত করা হয়েছিল আগেই। এরপর গত ১৭ই অক্টোবর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে ভারতের জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নিয়ে বাম রাজনীতি ত্যাগ করে ডানপন্থী রাজনীতিতে যোগদান করেন ভিক্টর।
এতেই হুড়মুড় করে ভেঙে পড়ল ফরওয়ার্ড ব্লকের জেলা সংগঠন। এদিন উত্তর দিনাজপুর জেলা ফরওয়ার্ড ব্লক কমিটি ছেড়ে রায়গঞ্জের গান্ধী ভবনে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নিলেন একদল প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। আগামী দিনে জেলায় সংগঠন আরও বিস্তৃত হয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে কংগ্রেস, এমনটাই জানালেন ভিক্টর ও জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত।
এদিন রায়গঞ্জে সাংবাদিকদের সাথে মিলিত হয়ে ভিক্টর বলেন, আমার পুরোনো দল ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি, যুব লীগের নেতৃত্ব সহ বহু নেতা আজ ভারতের জাতীয় কংগ্রেসের পতাকা কাঁধে তুলে নিল। ওদেরকে আমি স্বাগত জানাচ্ছি। এতে আগামী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ভালো ফলাফল করবে এবং রাজ্য ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে।
এদিন যে সমস্ত ফরওয়ার্ড ব্লক কর্মী ও নেতৃত্ব কংগ্রেসে যোগ দিলেন, তাদের মধ্যে উল্লেখ যোগ্যরা হলেন, মহ মসির, মৌসিন রহমান, মুক্তার আলম, হরি শংকর ঝাঁ, জইনুল হক, মহ হোদা, মুস্তারি আলম সহ একঝাঁক নেতা। এদিকে ফরওয়ার্ড ব্লকের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক গোকুল রায় বলেন, ভিক্টর কংগ্রেসে যোগ দেওয়ায় আমাদের দল চাকুলিয়া, করনদিঘী, গোয়ালপোখরে দূর্বল হয়ে পড়ল। এতে আমাদের দলের ক্ষতি হবে।
