



#ইসলামপুর: দারিদ্র সীমার নিচে বসবাসকারী সাধারন মানুষ ও দুস্থদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ ভগতের উদ্যোগে এবং স্থানীয় প্যারাগন ক্লাবের সহযোগিতায় রামগঞ্জ পুরাতন হাটখোলায় মানবতার দেওয়াল তৈরী করা হলো।
এদিনেই মানবতার দেওয়াল এর শুভ উদ্বোধন করলেন রামগঞ্জ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর সৌরভ বর্মন। দুস্থদের উন্নতিকল্প এই ধরনের অভিনব ভাবনাকে সাধুবাদ জানান তিনি।
