News Britant

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক হবেন ইংল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#নিউজ ডেস্কঃ যাদের থেকে ভারত স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল, স্বাধীনতার ৭৫ বছরের মাথায় সেই ইংল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ঋষি সুনক। ২০১৫ সালে রাজনীতিতে নেমে ৭ বছরের মাথায় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলায় উৎসাহিত ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয়রাও।

জানা গেছে, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ন মূর্তির জামাই ঋষি কনজার্ভেটিভ পার্টির সদস্য। তিনি সেদেশের কণিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। উল্লেখ্য, মাত্র ৪০ দিন পদ সামলানোর পরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন লিজ ট্রাস।

অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ঋষির জন্ম ১৯৮০ সালের ১২ই মে। মাত্র ৪২ বছর বয়সে ঋষি আগামী ২৬শে অক্টোবর তিনি শপথ নেবেন। দীপাবলির রাতে এমন খবরে খুশির ছোঁয়া পাঞ্জাবে, ঋষির পুরনো ভিটায়।

Leave a Comment